Search
Close this search box.

ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি// গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক বহনকারী বাসের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন।

রবিবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ দুর্ঘটনার বিয়টি নিশ্চত করেছেন।গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।