Search
Close this search box.

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

উম্মে কুলসুম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে সাদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সাদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুর মহল্লার মো. সিরাজুল ইসলামের ছেলে।

আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সাদ মাঠে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে সাদ মারা যায়।

সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাদের চাচাতো ভাই শামিম আলী জানান, তার চাচাতো ভাই রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাদ বজ্রপাতের সময় স্কুল সংলগ্ন মাঠে ফুটবল খেলা দেখছিল।

এসময় বজ্রপাত ঘটলে সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।