Search
Close this search box.

দীর্ঘ দিন পরে মোংলা কাস্টমস হাউস নিলামে তুলছে ১১৫ রিকনডিশন্ড গাড়ি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খুলনা বিভাগীয় সংবাদদাতা:- মোংলা কাস্টমস হাউস এবার নিলামে তুলছে আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না নেওয়া বিভিন্ন মডেলের ১১৫টি রিকনডিশন্ড গাড়ি।

আগামি ৭ আগস্ট এই নিলাম অনুষ্ঠিত হবে। এবারই প্রথম অনলাইন থেকে বিড করতে পারবেন আগ্রহী গাড়ি নিলামে অংশ গ্রহণকারীরা।মোংলা কাস্টমস হাউস এতথ্য নিশ্চিত করেছেন।

মোংলা কাস্টমস হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী জানান, মোংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন সময়ে রিকন্ডিশন গাড়ী আমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি ছাড় করে না নেওয়ায় এবার বিভিন্ন মডেলের ১১৫টি গাড়ি নিলামে তোলা হচ্ছে। এসব গাড়ির মধ্যে আছে হায়েস, টয়োটা, নোয়া, নিশান, এলিয়ন, প্রাডোসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৫৫টি গাড়ি। এছাড়াও ১০টি আমদানি করা অন্যান্য পণ্য নিলামে তোলা হচ্ছে।

আগ্রহীরা ১ ও ২ আগস্ট মোংলা বন্দরে গিয়ে নিলামে তোলা গাড়ি দেখার সুযোগ পাবেন। আগামী ৫ আগস্ট সকাল ৯টা থেকে ৭ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত এই নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। আগামি ৭ আগস্ট এই নিলাম অনুষ্ঠিত হবে।এবারের প্রথম গাড়ি নিলামে অনলাইন থেকে অংশ নেওয়া যাবে।

বাংলাদেশ কাস্টমসের অনলাইন নিলামের ওয়েবসাইটে গিয়ে মোংলা কাস্টমস হাউসের সেকশনে ক্লিক করলে নিলামের তালিকা পাওয়া যাবে। সেখানে রেজিস্ট্রেশন করে আগ্রহীরা অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। নিলামের সর্বোচ্চ দরদাতাকে গাড়ি বুঝিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ রিকনডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) মোংলা বন্দর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহসানুর রহমান আরজু করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারনে বৈশ্বিক মন্দায় সরকারি সংস্থা ও ব্যাংকগুলো গাড়ি কেনা বন্ধ করে দিয়েছে।

মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও এখন গাড়ি কিনছে না। তার মধ্যে মোংলা কাস্টমস হাউজের এবারের নিলাম আমাদের আরো বিপাকে ফেলবে।

আমরা এই নিলাম না করতে বারবার অনুরোধ করলেও কাস্টমস তাতে সাড়া দেয়নি।মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, হক-বে অটোমোবাইল কোম্পানি প্রধম ২০০৯ সালের ৩ জুন মোংলা বন্দর দিয়ে ২৫৫টি রিকনডিশন্ড (ব্যবহৃত) গাড়ি আমদানি করে। সেই থেকে শুরু হয় মোংলা বন্দর দিয়ে রিকনডিশন্ড গাড়ি আমদানি।

গত অর্থবছরে (২০২১-২২) দেশে মোট ৩৪ হাজার ৭৮৩টি গাড়ি আমদানি করা হয়। তার মধ্যে মোংলা বন্দর দিয়ে আমদানি করা হয় ২০ হাজার ৮০৮টি, যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান জানান, মোংলা কাস্টমসের মোট রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। মোংলা বন্দর ইয়ার্ডে দীর্ঘদিন আমদানি করা গাড়ি বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হচ্ছে।

পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানিকারকরা গাড়ি ছাড় করে না নেওয়ায় মোংলা কাস্টমসের রাজস্ব আয় থেকে পিছিয়ে পড়ছে।

নিলাম প্রক্রিয়া চালু রাখলে আমদানিকারকরা নিদৃষ্ট সময়ের মধ্যে পণ্য খালাসে তৎপর হবেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাজস্ব আদায় করাও সম্ভব হবে।