Search
Close this search box.

বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধীর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ- বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়েছে।

বুধবার(০৩ আগস্ট) সকালের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ওই প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়।

পরে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয়ের প্রতিবন্ধী মহিলার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, রাবেয়া পরিবহন নামের একটি বাস শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে রাস্তায় উঠছিল।

ওই সময় প্রতিবন্ধী ওই মহিলা বাসের পিছনের চাকার নিচে মাথা ঢুকিয়ে দেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান,প্রতিবন্ধী ওই মহিলা সকালের দিকে কলেজ মোড় সহ পৃথক দুটি স্থানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে পুরাতন বাস স্ট্যান্ডে এসে ওই বাসের নিচে মাথা ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়।ঘটনাস্থলে দেখা গেছে কাল চেক রঙের ম্যাক্সি পরিহিত ওই মহিলার মাথা চেপটে গিয়ে মাথার মগজ বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

ঘটনার পরপরই সেখানে অসংখ্য মানুষ সমবেত হলেও মাথা থেঁতলে যাওয়ায় তাকে কেউ শনাক্ত করতে পারিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।