Search
Close this search box.

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বগুড়া জেলা প্রতিনিধি:- বগুড়ায় স্ত্রী হত্যাকাণ্ডের ১০ বছর পর স্বামী সোবহান কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত সোবহান আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী (৪৫) বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি এড. পদ্ম কুমার দেব নিউজ টোয়েন্টিফোরকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা-পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় সোবহানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তখন থেকে সে কারাগারে ছিলেন।

পরে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।