Search
Close this search box.

সন্তানের যে নাম রাখলেন পরী-রাজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। গতকাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়। আর বৃহস্পতিবার (১১) সকালে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে এনেছেন পরীমনি।

জানিয়েছেন নামও। রাজ-পরীর ছেলের নাম রাখা হয়েছে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ছেলে রাজ্যের ছবি প্রকাশ করেন পরীমনি।

ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।

ছেলে হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেতা রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এ মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।

গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে পরীমনির প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তাদের বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।