Search
Close this search box.

সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক// আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো দুষ্কৃতিকারীদের আমরা রাজপথ ইজারা দেইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করবে।

সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবে না। তিনি বলেন, বিএনপির ব্যানারে দেশে দুষ্কৃতিকারীরা আবার যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে সে জন্যই আগামী মাস থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখব।

বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে একটি মহল সবসময় বিভ্রান্তি ছড়ায়।

পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলো তখন টিআইবি, সিপিডি লাফিয়ে লাফিয়ে অনেক বক্তব্য দিয়েছে। বিএনপিও লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছিল। আর বিএনপির সঙ্গে সিপিডি, টিআইবিও লাফাচ্ছিল।