Search
Close this search box.

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত, আটক ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মৌলভীবাজার প্রতিনিধি:– মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, তুলাপুর গ্রামের আব্দুন নুরের দুই ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের রনো দাস ও তুলাপুর গ্রামের ধীরু দাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার জুমার নামাজের পর বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এ সময় রনো দাসের সমর্থকদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন ধীরু দাসের সমর্থক দুই ভাই কাজল ও হেলাল। আহত অবস্থায় তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয় এবং ২ জন নিহত হয়েছেন। ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।