Search
Close this search box.

মেহেরপুরের গাংনীতে ৩৯ লক্ষেরও বেশি টাকার আতশবাজি উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয়১৫ হাজার ৯৬০ পিস আতশবাজি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ।

শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ) দুপুরে কাজিপুর সীমান্ত এলাকা থেকে আতশবাজি গুলো উদ্ধার করা হয়।বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মজিবুল হকসহ বিজিবি জোয়ানরা কাজিপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ১৫ হাজার ৯৬০ পিস আতশবাজি উদ্ধার করেন বিজিবি জোয়ানরা।

উদ্ধারকৃত আতশবাজি গুলোর বাজার মূল্য ৩৯ লাখ ৯০ হাজার টাকা বলেও জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।