Search
Close this search box.

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদ আহাম্মদ অন্তর:- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে কাশেম (৩৫) নামে বাংলাদেশী এক চোরাকারবারী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, চোরাকারবারী কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়।

তবে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।