Search
Close this search box.

গাজীপুরে সিলিন্ডারবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী এলাকায় ফিলিং স্টেশনের থাকা সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে লাগা আগুন নিয়ন্ত্রেণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দ্বগ্ধদের পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের একটি এ্যাম্বুলেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সন্ধ্যা ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।