Search
Close this search box.

কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্ক নয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- আমানত নিয়ে ব্যাকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকরা ১৬২৩৬ নম্বরে কল করে তাদের অভিযোগ জানাতে পারবে। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে।