Search
Close this search box.

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর: জ্বালানি, খাদ্য সরবরাহ নিয়ে আলোচনা করতে চায় সরকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- আগামী ২২ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আরও জানিয়েছেন, ২৩ নভেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে। তার সফরে জ্বালানি সংকট, গম আমদানিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হতে পারে।

বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারে বৈদেশিক সম্পর্কের বহুমুখীকরণের প্রয়োজনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের কাজ করছে বলে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন।

সেমিনারে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেয়ার কথা বলেন পররাষ্ট্র সচিব। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি, শ্রমিক অভিবাসন, শান্তিরক্ষা, প্রযুক্তি এবং শিল্প সহযোগিতা এবং মানব সম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হয়।