Search
Close this search box.

ঝিনাইদহেও আগের নেতৃত্বে আস্থা রাখলো আওয়ামী লীগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহ প্রতিনিধি:দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত করে ঘোষণা করা হয় নতুন কমিটি।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগের নেতৃত্বের ওপরই আস্থা রেখেছে দলটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক পদে সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন।

রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ড মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান, গ্লোরিয়া সরকার প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও পাশ্ববর্তী জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সর্বশেষ ৭ বছর আগে ২০১৫ সালের ২৫ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।