Search
Close this search box.

হজ যাত্রীদের হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ:– হজ যাত্রীদের হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণভবন থেকে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন ২০২২ এবং হজ -ওমরাহ ফেয়ারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় সরকারের নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার সমাজ থেকে কুসংস্কার, জঙ্গিবাদ নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত ও সহজ হয়েছে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম।

ইসলামের আদর্শ ধারণ করে সমাজ থেকে হিংসা বিভেদ সন্ত্রাস জঙ্গিবাদ ও অশিক্ষা দূর করে উন্নত সমাজ গড়তে হবে।তিনি আরও বলেন, ধর্মকে রাজনৈতিকভাবে যেন না ব্যবহার করা হয়। ২০০১ এ বিএনপি-জামায়াত বায়তুল মোকারম মসজিদের সংস্কার কাজ বন্ধ করে দেয়।