Search
Close this search box.

সৈকতে ভেসে এলো ঝাঁকে ঝাঁকে মাছ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মৃত ও ছোট প্রজাতির মাছ। এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জোয়ারের সময় এসব মরা মাছ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা জানান, কলাতলী সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের সঠিক নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।ওয়ার্ল্ডফিশের সহযোগী গবেষক আরিফুল ইসলাম বলেন, এখনই এই বিষয়ে মন্তব্য করার সুযোগ নেউ।

এটি নিয়ে আগে গবেষণার দরকার।অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, এটি একটি ব্যতিক্রম ঘটনা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি অন্যকোন কারণে এই ঘটনা ঘটেছে সেটি গবেষণা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. বদরুজ্জামান গণমাধ্যমকে বলেন, মাছ আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তা তদারক করে দেখেছি। অতিরিক্ত মাছ বোঝাই ট্রলার উল্টে এ ঘটনা ঘটেছে। অন্যকোন বিপর্যয় নয় বলে মনে হচ্ছে।