Search
Close this search box.

দৌলতপুরে চিলমারী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এনামুল হক বিশ্বাস দৌলতপুর উপজেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে আজ ১,২,৩ ওয়াডের জুতাশাহী মাধ্যমিক বিদ্যালয় এ ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর ভোটার নিবন্ধন কার্যক্রম হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দৌলতপুর ৬ নং চিলমারী ইউনিয়ন পরিষদে ১,২,৩ ওয়াডে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: গোলাম আজম, ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলেছে, ১০ আঙুলের ছাপ দিয়েছেন এবং আইরিসের ছবি তুলেছেন।নিবন্ধন কেন্দ্রে ছয়টি বুথে যুগপৎভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

গত ১৭ আগস্ট বুধবার এই উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলবে। এতে দৌলতপুর উপজেলায় হালনাগাদ কার্যক্রমে মোট নতুন প্রায় ৩৫ হাজার জনের তথ্য সংগ্রহ করা হবে বলে জানান।

আজ থেকে তাদের ছবি তুলে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে ।হালনাগাদ তালিকায় ছবি তুলে ভোটার হওয়ায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছে নতুন ভোটাররা।