Search
Close this search box.

ঘাটাইলে বিএনপির কর্মী সমাবেশে পুলিশের গুলি, আটক ৮

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা বিটিপাড়া এলাকায় কর্মী সমাবেশে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ নেতাকর্মীকে আটকসহ কটকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার কাশতলা গ্রামের বিটিপাড়া এলাকায় জমায়েত হয়েছে।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। আটক করা হয়েছে আট নেতাকর্মীকে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি কটকেল উদ্ধার করা হয়। ইটপাটকেলও প্রস্তুত করে রাখা হয়েছিল। বলেও জানান তিনি।

এ বিষয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় জনসভাকে সফল করতে কর্মী সমাবেশের আয়োজন করে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি ছোড়ে।

নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে গেছে। অন্যবাড়ি থেকে বালতি এনে পুলিশ কটকেল রেখে গতানুগতিকভাবে নাটক সাজিয়েছে। অনতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।