Search
Close this search box.

মহেশপুরে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরের পৌরসভা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল ও কাঁচের বোতলে তৈরি ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ২টার সময় এগুলো উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পৌরসভার ৭নং পাতিবিলা ওয়ার্ডের মহিলা কলেজ পাড়া আলহেরা দাখিল মাদরাসা সংলগ্ন ইউনুস সিদ্দিকের বাড়ির পাশে রাস্তার উপর থেকে একটি লাল ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগ সার্চ করে ওই ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে ৩টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা দেখতে পাই আমরা। পরে বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।