Search
Close this search box.

শিবগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:- শিবগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে আনারুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আনারুল ইসলাম উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঊনিশবিঘি এলাকায় পল্লী বিদ্যুতের গ্রাহক তাজাবুলের পৈত্রিক জমিতে স্থাপিত একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। শুক্রবার দুপুরে আনারুলের বসতবাড়ি সংলগ্ন সাইদুর মাস্টারের বাড়ির সামনে হেয়ারিং সড়কের ওপর একটি বস্তায় তাজামুলের চুরি হওয়া ট্রান্সফরমারের মামলামালসহ আনারুলকে আটক করে স্থানীয় জনতা।

পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ কেজি ওজনের একটি ট্রান্সফরমারের কোর, এইটি বুশিং ঢাকনা একটি ও ৩টি ইন্সুলেটর।

এ সময় থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার সহযোগিতায় গ্রেফতার ব্যক্তিকে থানায় আনা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।