Search
Close this search box.

পদ্মায় ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি:– রাজবাড়ী জেলার পদ্মা নদীর কুশাহাটা ও দৌলতদিয়া এলাকায় মাছ ধরার জালে ১৯ কেজি ওজনের একটি বিশাল মাছ ধরা পড়েছে। যা পরে বাজারে বিক্রি হয় ২৮,০০০,৮০০ টাকায়।

রোববার (১ জানুয়ারি) বিকেল ৩টায় ওই এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।জানা গেছে, রোববার বিকেলের পর জাল থেকে মাছ ছাড়িয়ে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসেন হালদার। এ সময় নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় কেনেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো. শাজাহান মিয়া। পরে তিনি ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া জানান, রোববার বিকেলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় কিনি। পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।