Search
Close this search box.

স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রাতিনিধি:- রাজবাড়ীতে বিউটি বেগম (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আ. লতিফের বিরুদ্ধে।বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সদরের বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচা আ. সালাম জানান, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের মিম (১১) ও মুসা (৪) নামে দুটি সন্তান আছে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে লতিফ কাজী নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লতিফ কাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।