Search
Close this search box.

কালো পোশাকের মেয়েটিই কি কিমের উত্তরাধিকারী?

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- উত্তর কোরিয়া বুধবার রাতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্য দিয়ে নিক্ষেপ করা হয়। এটা শুধু কিম জং-উনের অস্ত্রের মহড়াই ছিল না, সেখানে তার মেয়ের উপস্থিতিও আলোচনার বিষয়।

বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা সেই মহড়ায় অবস্থানকালে বারান্দার মাঝখানে কালো পোশাক পরা এক তরুণী যোগ দিয়েছিলেন। ১০ বছর বয়সী কিম জু এ নামে ওই মেয়ে কিমের দ্বিতীয় সন্তান বলে মনে করা হচ্ছে। তিন মাসেরও কম সময়ের ব্যবধানে পঞ্চমবারের মতো তিনি জনসাধারণের সামনে উপস্থিতি হলেন। এ স্বল্প সময়ের মধ্যে এক অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন তিনি, যার ফলে দেশটির ভবিষ্যৎ নেতা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণকালে প্রথমবার জনসমুখে উপস্থিতির সময় উত্তরাধিকার হওয়ার জল্পনাটি তুঙ্গে ওঠে। তখন অনেকে ফিসফিস করে বলেছিলেন- এই মেয়েটি কি একদিন বিশ্বের সবচেয়ে ‘গোপন’ রাষ্ট্রের নেতৃত্ব দেবে?

উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর কিম পরিবার তিন প্রজন্ম ধরে শাসন করছে দেশটি। এর নাগরিকদের বুঝানো হয়েছে পবিত্র রক্ত থেকে পরিবারটির জন্ম। যার অর্থ শুধুমাত্র তারাই দেশকে নেতৃত্ব দিতে পারে। তাই চতুর্থ প্রজন্মের কাছে দেশটির নেতৃত্ব হস্তান্তর করতে চাইবে কিম জং-উন।