সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল মিয়ার (৩৫) ধারালো দায়ের কোপে আপন বড় ভাই কবীর মিয়া (৬৫) খুন হয়েছেন। পারিবারিক ডোবায় বড়শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে নিজেদের বাড়ির সামনে পারবারিক ডোবায় বৃহস্পতিবার বিকালে বড়শি পেতে কিছু মাছ শিকার করেন বড় ভাই কবীর মিয়া। ওই দিন রাতে ছোট ভাই মোজাম্মেল মিয়া খবরটি জানতে পেরে বড় ভাই কবীর মিয়াকে গালমন্দ করেন। এ নিয়ে রাত ৯টার দিকে নিজেদের বাড়ির উঠানে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাই কবীর মিয়ার মাথায় কোপ মারেন। এতে গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়েন বড় ভাই। রাতেই আহত কবীরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রাত পৌনে ২টার দিকে কবীরকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোজাম্মেল মিয়াকে শুক্রবার দুপুর ১২টার দিকে পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে হত্যায় ব্যবহৃত ধারালো দাটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন ও ঘটনার তদন্ত চলছে।





