Search
Close this search box.

লিথিয়াম খনির সন্ধান মিলেছে জম্মু-কাশ্মীরে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত:- জম্মু-কাশ্মীরে পাওয়া গেলো ভারতের প্রথম লিথিযাম খনির সন্ধান। খনিটিতে মোট ৫৯ লক্ষ্য টন লিথিয়াম আছে বলে ধারণা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ তথ্য জানাল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

দেশটির খনি মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু- কাশ্মীরের পাশাপাশি ছত্রিশগড়, গুজরাট, ঝড়খন্ড, কর্নাটক, মধ্যপ্রদেশসহ আরও কিছু অঞ্চলে খনিজের সন্ধান পাওয়া গেছে। সব খনিজের মধ্যে রয়েছে পটাসিয়াম , মলিবডেনামের মতো গুরুত্বপূর্ণ খনিজ। এরইমধ্যে, লিথিয়াম ও স্বর্ণ মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক রাজ্য প্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইলেক্ট্রনিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম, যা বেশ দামি একটি খনিজ। বিদেশ থেকে বা উচ্চমূল্যে আমদানি করতে হতো। এবার ভারতেই খনির সন্ধান পাওয়ায় এক্ষেত্রে ভারতের বিদেশ নির্ভরতা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।