Search
Close this search box.

দলিল যার ভূমি তার, অবৈধভাবে দখলের সুযোগ থাকছে না

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা ঢাকা:- দলিল যার ভূমি তার। অবৈধভাবে জমি দখলের আর সুযোগ থাকবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে আনোয়ারা-কর্ণফুলী সমিতি ঢাকার মেজবান ও মিলনমেলায় তিনি এ কথা জানান। বলেন, বিএনপি ও জামায়াতের আমলে ভূমি মন্ত্রণালয় অনিয়ম দুর্নীতিতে ভরা ছিল। আর এখন মানুষ ভূমির সেবা অনলাইনেই পাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। ১৪ বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা কোনো সরকারের আমলেই হয়নি।

দলিল যার ভূমি তার। অবৈধভাবে জমি দখলের আর সুযোগ থাকবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এই মিলনমেলায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আনোয়ারা ও কর্ণফুলীতে মিনি স্টেডিয়াম করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের যুব সমাজকে এগিয়ে নিতে সকল উপজেলায় শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে বলেও জানান তিনি।