Search
Close this search box.

রংপুর মেডিক্যালে পুলিশ মোতায়েন, ২ কর্মচারী নেতাকে স্টান্ড রিলিজ 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর প্রতিনিধি:- রংপুর মেডিক্যাল কলেজের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি রেজাউল করিম রুমেল ও  সাধারণ সম্পাদক জাকির হোসেন ঝন্টুকে স্টান্ড রিলিজ করে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ সংক্রান্ত আদেশ নামা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা. বিমলচন্দ্র।
 
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা, মোস্তফা খালেদ আহাম্মেদ স্বাক্ষরিত আদেশ নামায় বলা হয়েছে রংপুর মেডিক্যাল কলেজে কর্মরত রেজাউল করিম রুমেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এবং জাকির হোসেন ঝন্টুকে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে বদলি করা হলো। আদেশ নামায় উল্লেখ করা হয়েছে পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে পরের দিন থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।
 
রংপুর মেডিক্যাল কলেজের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বদলি 
অন্যদিক দুই কর্মচারী নেতাকে বদলি করার পর সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় মেডিক্যাল কলেজে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।