Search
Close this search box.

দৌলতপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪৯ টি উপজেলার সঙ্গে দৌলতপুর উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিয়েছেন তিনি।এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ইতিমধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের ১৯০ টি ভুমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে ভুমি ও গৃহহীনদের আবেদন সংগ্রহ করে তাদের জমি ও ঘর প্রদান করা হয়েছে।এরপরও যদি ভুমি ও গৃহহীন কাউকে পাওয়া যায় তবে, উপজেলার প্রাগপুর ইউপির পাকুড়িয়া আবাসন প্রকল্পে তাকে বরাদ্ধ প্রদান করা হবে। সেখানে ৮০ টি ভুমি ও গৃহহীন পরিবারকে বরাদ্ধ দেবার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।