Search
Close this search box.

আগামীতে বাজেটের জন্য ঋণ লাগবে না : অর্থমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান ঢাকা:- আগামীতে বাজেটের জন্য আর ঋণ নেওয়া লাগবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, আগামীতে এমনভাবে বাজেট প্রণয়ন করবো যাতে কোনো ধরনের ঋণ নেওয়া না লাগে। বাজেট হবে এমন যেন ঋণের প্রয়োজন না হয়, আগামীতে আর ঋণ নেব না।

তিনি বলেন, আমরা ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। যেখানে সব সুযোগ-সুবিধা থাকবে। ২০৪১ সালের স্বপ্নের সিঁড়িতে আছি। আসন্ন বাজেট হবে জনবান্ধব, এ বাজেটটি হবে জনগণের সুবিধার্থে।

মুস্তফা কামাল বলেন, সারা বিশ্ব একটা খারাপ অবস্থার মধ্যে, তারমধ্যেও আমরা আশা-প্রত্যাশা ধরে রেখেছি। এই বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর ছিল ৩ দশমিক ৪ শতাংশ।