Search
Close this search box.

পাঁচ সিটিতে নৌকার মাঝি যারা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:-পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

এর মধ্যে গাজীপুর ও বরিশালে বর্তমান মেয়রদের মনোনয়ন দেয়া হয়নি। গাজীপুরে আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), খুলনায় তালুকদার আবদুল খালেক, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার প্রার্থী করা হয়েছে।

গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।সভা শেষে সাংবাদিকদের কাছে দলের প্রার্থীদের নাম জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুর্নীতিতে অভিযুক্ত বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে প্রবীণ নেতা আজমত উল্লাহ খানকে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে। আজমত উল্লাহ খান ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পরাজিত হয়েছিলেন। বরিশালে বর্তমান মেয়র বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বাদ দেয়া হয়েছে। তার জায়গায় মনোনয়ন দেয়া হয়েছে আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত)।

বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ। খোকন সেরনিয়াবাত হলেন আবুল হাসনাত আবদুল্লাহর ভাই। খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনই আবার নৌকা প্রতীকে ভোট করবেন।সিলেটে এবার মেয়র প্রার্থী করা হয়েছে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে।