Search
Close this search box.

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছড়ালো ৪২ ডিগ্রি, মৌসুমের রেকর্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুর তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) চুয়াডাঙ্গায় পারদ চড়েছিল ৪১ দশমিক সাত ডিগ্রিতে।২০১০ সালে রাজশাহীতে পারদ উঠেছিল ৪২ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রিতে। আর স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতেই ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা, যা দেশে এ যাবৎকালের রেকর্ড। আবহাওয়া সূত্র জানায়, ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

২০০৫ সালের দুই জুন ৪৩ ডিগ্রি সেলসিয়াস, ২০১২ সালের চার জুন ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ২০০৪ সালের ১৩ মে ৪২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং ২০০৯ সালের ২৭ এপ্রিল সর্বোচ্চ ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।কয়েকদিনের টানা তাপদাহে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পানি, লেবুর শরবত ও প্রয়োজনে স্যালাইন খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ সপ্তাহজুড়ে তীব্র থেকে তীব্রতর তাপমাত্রা অব্যাহত থাকবে। এসময় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভানবা রয়েছে।বাতাসে জলীয়বাষ্প কম থাকায় সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন জানিয়েছেন, তাপদাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার সব হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। এই বৈরি আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।