Search
Close this search box.

সাহরির সময় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল গৃহবধূর 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বগুড়া জেলা প্রতিনিধি :- বগুড়ার ধুনটে অসাবধানতাবসত গ্যাসের চুলার আগুনে পুড়ে শারমিন আকতার পলি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ মার্চ দিবাগত রাত ৩টার দিকে ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার ভাড়া বাসায় খাবার রান্নার সময় তিনি আগুনে পুড়ে দগ্ধ হন।

নিহত শারমিন আকতার পলি উপজেলা সদরের মাটিকোড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আকতার গ্যাসের চুলায় সাহরির জন্য খাবার রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।