Search
Close this search box.

রূপপুর প্রকল্পের আবাসন থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা জেলা প্রতিনিধি:- নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন থেকে একজন রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে গ্রীন সিটি আবাসনের একটি কক্ষের দরজা ভেঙে কুন আলেকজান্ডার (৩১) নামের ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়। 

বুধবার বেলা ১১টার দিকে আলেকজান্ডারের নিজের কক্ষের দরজা ভেঙে পুলিশ তাকে মৃত অবস্থায় পায়। মৃত কুন আলেকজান্ডার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘টেস্ট রোসেম লি.’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন; কিন্তু কক্ষের ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।