Search
Close this search box.

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স ও এক্সক্যাভেটরবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জেঅ্যাম্বুলেন্স ও এক্সক্যাভেটরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার আরামবাগ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোগীসহ খুলনা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি গোপালগঞ্জ সদরের আরামবাগ এলাকায় পৌঁছালে এক্সক্যাভেটরবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।