Search
Close this search box.

দৌলতপুরে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড ফ্যাক্টরির অব্যবস্থাপনা শ্রমিকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- শনিবার ( ১২ সেপ্টেম্বর ) বিকেল চারটার দিকে দৌলতপুরের খলিশাকুন্ডি ইউনিয়নে পিপুলবাড়িয়া গ্রামে অবস্থিত ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড । এই ফ্যাক্টরিতে তাজিমুল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

তাজিমুল মিরপুর আটিগ্রাম আসাদুল ইসলাম এর ছেলে। সে ওই ফ্যাক্টরিতে ড্রয়িং সেকশনে কাজ করতো বলে জানা যায়।

ড্রয়িং এ মেশিন কাজ করার সময়, মেশিন এর পাইপ ছিটকে তাজিমুল এর মাথায় লাগলে মর্মান্তিকভাবে আহত হয়। এমন অবস্থায় তাকে মিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন প্রকার শ্রমিকদের নিরাপত্তা না রাখার কারণেই ওই ফ্যাক্টরিতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় । সাধারণ শ্রমিকদের তারি মাশুল দিতে হলো আজ তাজিমুল কে।

এই মৃত্যু নিয়ে, ওই এলাকাতে চলছে নানা রকম গুঞ্জন এলাকাবাসী মনে করছে, মালিকপক্ষের উদাসীনতার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা। আবার কেউ কেউ বলছে ফ্যাক্টরির ভিতরে কোন প্রকার নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের কাজ করানো হয় যার কারণেই মাঝেমধ্যেই ঘটে এ ধরনের ঘটনা।

ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড প্রতিষ্ঠানটিতে পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র না থাকলেও , প্রতিনিয়ত উজার করা হচ্ছে জ্বালানি হিসেবে হাজার হাজার গাছ, এখানে উৎপাদিত পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়, এসিড জাতীয় দ্রব্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে জিআই তার, পেরেক, ওয়াইলিং স্টিক ইত্যাদি । এই সব ধাতব দ্রব তৈরি করে প্রশাসনের নাকের ডগাই। এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে হলে তাদের বিভিন্ন প্রটেকশন লাগে, সে ধরনের কোনো ব্যবস্থাই অত্র প্রতিষ্ঠানের নেই।

নিহত তাজিমুল এর ছবি

অন্যদিকে প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বেআইনিভাবে আবাসিক এলাকায় গড়ে ওঠায় এলাকার লোকজন পড়ছে বিপাকে, প্রতিষ্ঠানে ব্যবহৃত জ্বালানি বিভিন্ন গাছপালা দিয়ে জ্বালানির মূল উৎস অত্র প্রতিষ্ঠান এ ধরনের জ্বালানি কাঠ আসে রাতের অন্ধকারে। সেখান থেকে উৎপাদিত ধোয়াতে প্রতি নিয়ত অসুস্থ হয়ে পড়ছে এলাকার লোকজন। উইমেক্স ফ্যাক্টরি ঠিক সামনেই আহসানুল হক দাখিল মাদ্রাসা অবস্থিত প্রতিদিন শতশত ছাত্রছাত্রীরা কালো ধোঁয়ার ছবলে শ্বাসকষ্টের সৃষ্টি হচ্ছে মাদ্রাসায় অধ্যায় ছাত্র-ছাত্রী ।

এই মৃত্যুকে কেন্দ্র করে, সাংবাদিকরা সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে কোন প্রকার তথ্য না দিয়েই প্রতিষ্ঠানটির মূল দরোজা তালা লাগিয়ে রাখে। বারবার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেয়নি।

পরবর্তীতে মুঠোফোনে ওই প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার হসানের সাথে কথা বলে জানা যায়, ফ্যাক্টরির ভিতরে কাজের সময় দুর্ঘটনাজনিত কারণেই তাজিমুল এর মৃত্যু হয়। এ মৃত্যুতে কোন অবস্থাতেই কোম্পানি দায়বদ্ধ নয়।

এই দুর্ঘটনা সম্পর্কে জানতে ফ্যাক্টরির পাশেই অবস্থিত পিপুল বাড়িয়ার ক্যাম্প ইনচার্জ এস আই বাবর আলী এর সাথে কথা বলে জানা যায়, ওই ফ্যাক্টরিতে দুর্ঘটনাজনিত কারণে একজন শ্রমিক মারা গিয়েছে তার কিছুই জানেন না সে। তিনি আরো বলেন তাকে কেউ জানানি। প্রতিষ্ঠানটিতে যে কোনো সমস্যা হলে ইতিপূর্বে আমাকে সাথে সাথে জানাত কিন্তু আজকে কেন জানালো না বুঝে উঠতে পারছিনা।

এদিকে, নিহত পরিবার অভিযোগ করে, আমরা তার মৃত্যুর সঠিক বিচার চাই। এই বিচারের জন্য যা যা করা দরকার আমাদের পরিবারের পক্ষ থেকে তাই তাই করা হবে ।