Search
Close this search box.

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা ঢাকা:- সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

তাতে ডিজিটাল সিকিউরিটি আইনের (ডিএসএ) নাম পরিবর্তন করে কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। জামিনের বিধান ছিল না এমন কিছু ধারা জামিনযোগ্য করার পাশাপাশি কমানো হয়েছে সাজার মেয়াদ।এর আগে, গত ৭ আগস্ট সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

এরপর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, ডিএসএ’র নাম পরিবর্তন এবং বেশ কিছু ধারা সংশোধন করে আইনটি করা হচ্ছে।ওই সময় সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় মোট ছয়টি ধারা অজামিনযোগ্য ছিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সেই খসড়াটি আবার সংশোধন করে আরও ২টি ধারা জামিনযোগ্য করার প্রস্তাব দেয়।

তাতে মন্ত্রিসভাও সম্মতি দেয়। আর তাতে বহুল আলোচিত আইনটির অজামিনযোগ্য ধারা থাকলো চারটি।