চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের সীতাকুণ্ডের জনপ্রিয় সহস্রধারা ঝর্ণার লেক থেকে সোহানুর রহমান নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের ৩ ঘণ্টা পর লেক থেকে তাকে উদ্ধার করা হয়।জানা গেছে, নিহত সোহানুর রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি কল সেন্টারে কর্মরত ছিলেন।ফায়ার সার্ভিসের তথ্য মতে, অফিসের দুই সহকর্মীর সাথে সহস্রাধারা ঝর্ণা দেখতে এসেছিলেন সোহানুর।
একপর্যায়ে লেকে বোট নিয়ে ঘুরতে বের হন তারা। বোট থেকে ৩ বন্ধু মিলে লেকে গোসল করতে নামলেও সাঁতরে তীরে উঠতে পারেনি সোহানুর। পরে লেকের ৬০ ফিট গভীর থেকে সোহানুরের মরদেহ উদ্ধার করে ডুবরি দল।





