Search
Close this search box.

নির্বাচন নিয়ে আমেরিকার সাথে কথা হয়েছে ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তা নেই : পররাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:-মার্কিন ভিসানীতি নিয়ে কোনো মাথাব্যথা বা দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বললেন, যারা বাংলাদেশের ওপরে নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশও তাদের নিষেধাজ্ঞা দেবে।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার বিদেশিদের মুখাপেক্ষী নয়, ফলে নির্বাচন পর্যবেক্ষণে কে আসবে বা আসবে না, তা নিয়ে চিন্তিত নই।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকার সাথে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়। যে দল নির্বাচনে আসবে না, তাদের পক্ষে যুক্তরাষ্ট্র নেই।