Search
Close this search box.

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুই জনের বেশি পরিচালক নয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কোনো প্রতিষ্ঠানে একই পরিবার থেকে ২ জনের বেশি পরিচালক হতে পারবে এমন বিধান রেখে ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখানে এক পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না বলেও বিধান রাখা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, অব্যাংকিং অর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিতে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না। এছাড়া ভুয়া বা বিধি-বিধান ভেঙে ঋণ নিলে ১০ লাখ টাকা বা ঋণের সমপরিমাণ কিংবা এর কম-বেশি জরিমানা দিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, গ্রাম আদালত আইন অনুযায়ী, ৭০ হাজার টাকার পরিবর্তে ৩ লাখ টাকার সমপরিমাণ মামলা মিমাংসা করা যাবে। এছাড়া বেশ কয়েকটি আইনের নীতিগত অনুমোদন ছাড়াও ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়-২৩ আইন চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এই বৈঠকে।

সোমবার ২০২৪ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি থাকবে ২২ দিন।