আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর কুষ্টিয়া:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তি মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র সাংবাদিক সাগর হোসেন সাকবর (৪২) বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে……রাজিউন।
এলাকাবাসী জানায় নাশকতার অভিযোগে দৌলতপুর থানা পুলিশের অভিযান ধর পাকড়ের অংশ হিসেবে ৭ তাকে আটক করতে গেলে পালানোর সময় পুলিশি ধাওয়াই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। সাগর হোসেন সাকবরের মৃত্যুতে দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি) এর সভাপতি আব্দুল আলীম সাচ্চু সহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ আছর মহিষকুন্ডি বাজার মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা শেষে তাকে মাঠপাড়া গোরস্থানে দাফন করা হয়। এতে সাংবাদিক, উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্থরের মানুষ অংশ নেয়। আব্দুল আলীম সাচ্চু দৌলতপুর কুষ্টিয়া ০১৭১২-৭০৮৮৪৮





