Search
Close this search box.

এখন মতিঝিল পর্যন্ত ঘুরবে মেট্রোর চাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজধানীর উত্তরা থেকে এখন মেট্রোরেল যাবে মতিঝিল পর্যন্ত। মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোর এই রুটের উদ্বোধন করেন সরকারপ্রধান। এরপর মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি দুপুর ২টা ৪১ মিনিটে আগারগাঁও স্টেশন ছেড়ে যায়। প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলের অপারেটর ছিলেন আসমা আক্তার।

এ সময় প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে যারা সহযোগী হিসেবে কাজ করেছে তাদেরও। বিশেষ করে ধন্যবাদ জানাই সেতু মন্ত্রণালয় ও মন্ত্রীকে। পাশাপাশি এই মেট্রোরেল নির্মাণের সাথে যত শ্রমিক এবং যারা কাজ করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদেরকে শুভেচ্ছা জানাই এই কারণে, তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করেছে। কোভিডকালীনও তারা কাজ করে দ্রুত এটি শেষ করে দিয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমি খুবই আনন্দিত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আমরা এটি চালু করছি। কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটি বর্ধিত করা হবে।