Search
Close this search box.

বাবার বাড়ি থেকে স্ত্রী ফিরে না আসায় শ্বশুরকে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ব্রাহ্মণবাড়িয়া :– ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাফিজুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে তার মেয়ের জামাই। শনিবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান ওই এলাকা গুলু মিয়ার ছেলে। অভিযুক্ত মেয়ের জামাতা শামীম মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি একই ইউনিয়নের পেটুয়া গ্রামের তাজু মিয়ার ছেলে।

বিজয়নগর পুলিশ জানায়, প্রায় ৩ বছর আগে হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে শামিম মিয়ার বিয়ে হয়। নাহিদা ও শামিমের সংসারে ২ বছরের একটি শিশু সন্তান আছে। বেশ কিছুদিন ধরে পারিবারিক নানান বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৮ অক্টোবর নাহিদা আক্তার তার স্বামী শামিম মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায়। এর পর তিনি স্বামীর বাড়ি ফিরে না গেলে শামীম তার বাবা হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়।

নাহিদা এরই মধ্যে পরিবারের লোকজনদের কিছু না জানিয়ে আবার স্বামীর সংসারে ফিরে যান। কিন্তু তাদের মধ্যে ফের কলহ শুরু হয়। এরই জেরে শুক্রবার গৃহবধূ আবার বাবার বাড়ি চলে যান। নাহিদাকে ফিরিয়ে নিতে শামীমের বাবাসহ পরিবারের সদস্যরা তাদের বাড়ি যায়। কিন্তু শামীমের সংসারে নাহিদা ফিরে যাবে বলে জানিয়ে দেয় পরিবার। এরই জেরে ভোরে শামীম শ্বশুর বাড়ি গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার শ্বশুর হাফিজুরকে হত্যা করে পালিয়ে যায়।

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘাতক শামিম এখনও গ্রেফতার হয়নি, গ্রেফতার করার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।