Search
Close this search box.

জনগণ ঘুরে দাঁড়ালে বিএনপি সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বাধ্য হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, জনগণ ঘুরে দাঁড়ালে তারা সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে বাধ্য হবে।

রোববার (১২ নভেম্বর) বিকালে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো পথ নেই। প্রতিহিংসা কারণে বিএনপি চলন্ত বাসে অগ্নি সংযোগ করছে। আর এই সব ভুল তথ্য জেনেই জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মন্তব্য করছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, পোশাক খাতের অস্থিরতার ক্ষেত্রে বিএনপির ইন্ধন রয়েছে। তৈরি পোশাক শিল্প খাতের সংকট নিরসনে ভাঙচুর কোনো সমাধান নয়। আর বিএনপির এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তা বন্ধ করতে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে। যেকোনো উপায়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।