Search
Close this search box.

২৮৯ আসনে লাঙ্গল পেলেন যারা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন:- বহু নাটকীয়তা, টানাপোড়েন ও মান-অভিমানের জেরে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আগ্রহ ছিল দেশবাসীর। দল পরিচালনা ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে টানাপোড়েন চলছিল দলের চেয়ারম্যান জি এম কাদের। এ নিয়ে গত শনিবার (২৫ নভেম্বর) রওশন এরশাদের সাথে দেখাও করেন জি এম কাদের। তবে শেষ পর্যন্ত এক সুঁতোয় গাঁথলো না জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ২৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তবে এবার মনোনয়ন চাননি রওশন এরশাদ। তার সম্মানে ময়মনসিংহ-৪ আসন ফাঁকা রেখেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুর-৩ (সদর) আসন নিয়েও ছিল নাটকীয়তা। এই আসনের জন্য এরশাদপুত্র ও বর্তমান সংসদ সদস্য সাদ এরশাদের জন্য মনোনয়ন প্রত্যাশা করেছিলেন রওশন এরশাদ। তবে শেষ পর্যন্ত আর মনোনয়ন চাননি সাদ। ফলে এই আসনে প্রার্থী হয়েছেন জি এম কাদের।