Search
Close this search box.

তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে খারিজ হলো তফসিল বৈধতা চ্যালেঞ্জের রিট। সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্তমানে জনস্বার্থে যারা রিট করেন, তারা বেশিরভাগই ব্যক্তিস্বার্থে কিংবা নিজের প্রচারণার জন্য করে থাকেন। ফলে প্রকৃত জনস্বার্থ মামলাগুলো আদালতে আসে না।

এ সময় আদালত আরও বলেন, সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আরও বিস্তর ধারণা রাখতে হবে জনস্বার্থে রিট করা আইনজীবীদের।

আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এই তফসিলের বৈধতা নিয়ে সংক্ষুদ্ধ প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৯ নভেম্বর রিটটি করেন। রিটে সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনের তফসিল দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়।