Search
Close this search box.

মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। রোববার বেলা দুইটার দিকে মহাসড়কের ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভিকুমার দে (২২) পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারে মোহনলাল ডাক্তারের হোমিওপ্যাথিক ফার্মেসিতে কাজ করতেন। 

আহতরা হলেন কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মণ্ডলের ছেলে শিমুল মণ্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরবনগর এলাকায় আসলে একটি রাস্তা পার হতে থাকা বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলটির । এতে ঘটনাস্থলেই নিহত হন অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরায় হাসপাতালে পাঠায়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।