Search
Close this search box.

গত ১৫ বছরের মধ্যে ১০ বছর আয়কর দেননি ট্রাম্প!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- ২০১৬ সালে মাত্র ৭৫০ ডলার বা ৬৩ হাজার ৭১৬ টাকা আয়কর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানগুলোর দুই দশকের আয়করের নথি পেয়েছে তারা।

এতে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কোন আয়করই দেননি মার্কিন প্রেসিডেন্ট। আর যে বছর নির্বাচনে জয় পেয়েছেন তিনি সে বছরই মাত্র সাড়ে সাতশ’ ডলার আয়কর দিয়েছেন তিনি।

এরইমধ্যে এই রিপোর্টকে ভুয়া বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবার এই খবর প্রকাশের পরপরই তিনি বলেছেন, শিগগিরই আয়কর রিটার্ন দাখিলের পরই প্রকৃত তথ্য সবার সামনে আসবে।