Search
Close this search box.

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় ১২ই অক্টোবর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- এই দম্পতির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।


নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় আগামী ১২ই অক্টোবর। এর আগে, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পাপিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী।

এই দম্পতির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ মামলায় ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। গেল ২৯শে জুন ঢাকা মহানগর হাকিম আদালতে আদালতে পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

গত ২৩শে ফেব্রুয়ারি পাপিয়া দম্পতিকে গ্রেপ্তারের পর রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্র, মদ ও নগদ টাকাসহ পাসপোর্ট জব্দ করে র‌্যাব। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র মামলাটি করা হয়।