Search
Close this search box.

অচল কারাবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অচল কারাবন্দিদের মুক্তির বিষয়ে কী ব্যবস্থা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসকদের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে ডিসি সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দিদের বিশেষ করে জঙ্গিদের আনা-নেয়ার কাজ কঠিন। তাই সব জায়গায় ভার্চুয়াল কোর্ট করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন তিনি।

আসাদুজ্জামান খান আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে যথাযথ মনিটরিংয়ের জন্য ডিসিদের আহ্বান জানানো হয়েছে। সব বিষয়েই নিরাপত্তা বাহিনী ডিসিদের সহায়তা দেবে।