Search
Close this search box.

নতুন শিক্ষাক্রম সফল করতে অভিভাবকদের মতামত জরুরি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নতুন শিক্ষাক্রম সফল করতে হলে সব অংশীজনের মতো অভিভাবকদের কথাও শুনতে হবে। তারাও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এমনটাই জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

সোমবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে স্কেল ব্লেন্ডেড লার্নিং ফর স্মার্ট বাংলাদেশ বিষয়ে ‘চলপড়ি’র গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।রাশেদা কে চৌধুরী বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরকারকে সরে যেতে দেয়া যাবে না।

চলপড়ির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জেরীন মাহমুদ বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে, যা সময়োপযোগী, দায়িত্বশীল ও লক্ষ্যনির্ভর।

এ সময় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৫৬টি স্কুলে ব্লেন্ডেড লার্নিংয়ের ওপর চলপড়ি প্রকল্পের ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি ফলাফলে উন্নতি এবং ক্লাসে অংশগ্রহণের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। গোলটেবিলে অংশ নেয় বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।